• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৯:২২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৯:২২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলের বাঁকা গ্রাম ফের অশান্ত!

৪ জুন ২০২৪ বিকাল ০৩:৪৫:১৮

নড়াইলের বাঁকা গ্রাম ফের অশান্ত!

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রাম ফের অশান্ত হয়ে পড়েছে। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে পড়েছে। চলছে দেশীয় অস্ত্রের মহড়া। ৪ জুন মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে গেলে বেরিয়ে আসে গ্রাম্য রাজনীতির নানা তথ্য চিত্র।

স্থানীয়রা জানায়, ২ জুন রোববার বিকেলে দুর্বৃত্তরা একটি বাড়ি কুপিয়ে ভাঙচুর করে। তারা ৮০ বছর বয়সী নারী রিবা বেগমকে বেধড়ক মারপিট করে। ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাঙচুরসহ নগদ ১ লাখ টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেন, কানের দুল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।

ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম আরও বলেন, বিগত ২০১৩ সালে তার ছেলে মনিরুলকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। মামলা না তোলায় সাবেক মেম্বর কামরুলের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারপিট করে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। শুধু তাই নয়, সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যে, মামলা না তুলে নিলে তোর ছেলেকে হত্যা করবো। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।

এদিকে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দুটি পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীর আশঙ্কা।

এ বিষয়ে লোহাগড়া থানার লক্ষীপাশা ইউনিয়নের বিট অফিসার এএসআই আকিজ জানান, ওই গ্রামের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩