• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৪ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:০০

রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রী শুকতারা বেগম (৩৫) হত্যার অভিযোগ স্বামী ঝন্টুর বিরুদ্ধে। খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ জুন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মত্ত বালাপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনার পর থেকে স্বামী মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু পলাতক রয়েছে।

অভিযুক্ত বল্টু আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি। তিনি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায় প্রায় ১৬ বছর আগে বিয়ে করেন। তার নবম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানায়, গত পরশু বল্টুর মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন। ৪ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান বল্টু। দীর্ঘসময় শুকতারাকে না দেখে প্রতিবেশীরা তার ঘরে ঢুকেন। এ সময় ঘরের ভিতরে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী গঙ্গাচড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর হয়েছে। শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তঅভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রংপুরের জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান বলেন, মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঝগড়ার পর ওই গৃহবধূকে জবাই হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল রহস্য উৎঘাটন করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫