স্টাফ রিপোর্টার, ফরিদপুর: রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলার ১১৮টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামের কেন্দ্রে কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।
৪ জুন মঙ্গলবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় হতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। আগামীকাল বুধবার সকালে কেন্দ্রেগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হবে জানিয়েছেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে চলবে ভোটগ্রহণ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, ৫ জুন জেলার দুইটি উপজেলা ১১৮টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র্যাব, বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available