• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৮:০৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৮:০৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরণখোলায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

৫ জুন ২০২৪ সকাল ০৮:০৪:১২

শরণখোলায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের  শরনখোলা হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

৪ জুন মঙ্গলবার রাত ৮টার দিকে চেয়ারম্যান প্রার্থীর (আনারস) সমর্থক উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান খান দল বল নিয়ে শরনখোলা বাজারে গণসংযোগ করার সময় দোয়াত কলম প্রার্থীর সমর্থকদের সাথে বাক বিতণ্ডায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় দোয়াত কলম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ও আহতদের চিকিৎসা প্রদান করেন।

আহত মাসুম ফরাজির ভাই সগির ফরাজি মুঠোফোনে বলেন, দোয়াত কলমের সমর্থকরা আনারশের সমর্থকদের অতর্কিত হামলা করে আমাদের ১০/১২ জনকে আহত করেছে। আহতদের মধ্যে ৭/৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে মাহাবুব মোল্লার ভাই মুসফিকুর রহমান জানান, রাত আটটার দিকে দোয়াত কলমের গণসংযোগে গেলে বিএনপির আহবায়ক খান মতিউর রহমান ও মিজানের নেতৃত্বে একদল আনারশের সমর্থক  দোয়াত কলমের সমর্থক ও প্রার্থীকে মারধর করে একটি ঘরে আটকিয়ে রাখে। এ সময় দোয়াত কলমের ৮/১০ জন আহত হয়।

দোয়াত কলমের প্রার্থী আসাদুজ্জামান মিলন ১১টা ৫৯ মিনিটে মুঠোফোনে বলেন, আমিসহ আমার ৮/১০  নেতা কর্মীকে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। 

এ বিষয়ে শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মো. কামরুজ্জামানকে ১২টা থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত বেশ কয়েকবার ০১৩২০১৪১৩৩৫ উল্লেখিত নম্বরে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০