টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আদমদিঘী দুপচাচিয়া ৩৮ বগুড়া ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লা আল মেহেদী বাঁধন।
৪ জুন মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন উপস্থিত সকলে।
এ সময় বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এমপি বাঁধন। পরে তিনি পবিত্র কুরআন থেকে সুরা ফাতেহা পাঠ করে জাতির পিতা, ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
নবনির্বাচিত দুপচাঁচিয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব, ভাইস-চেয়ারম্যান আমিন মহলদার এবং আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, দুপচাঁচিয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি এস এম কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহালদার, শান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুল বারি, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির বাদশা, নাজমুল হুদা খন্দকার, এরশাদুল হক টুলু, সাংগঠনিক সম্পাদক সমিনুল ইসলাম, চাপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা তনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভসহ আদমদিঘী দুপচাচিয়া এলাকার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন আদমদিঘী দুপচাচিয়া ৩৮ বগুড়া ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লা আল মেহেদী বাঁধন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available