মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর আবুল হাশেম হত্যা মামলার ৩ আসামিকে ঘটনার ২ দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো, আয়নাল খানের ছেলে নাছির খান (৩৫), পিয়ারুল খান ওরফে পারুলের ছেলে ইকবাল খান (৩৮) ও নাজমুল শেখের ছেলে মো. নাইম বাপ্পি (১৮)।
৫ জুন বুধবার বেলা ১১টায় সিরাজদিখান থানায় ওসির কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত।
তিনি বলেন, গত ৩ মে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে পাকা রাস্তার উপরে রামদা, টেটা-বল্লম দিয়ে কুপিয়ে আবুল হাশেমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে ৪ মে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও বলেন, মামলার প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য, নিহত হাশেম (৪৫) উপজেলার চর কুন্দলিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available