• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২৩

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিশেষ সভার আয়োজন করেছে পাখি ও পরিবেশ লালন করি (পালক) নামের একটি সংগঠন।  জেলা শহরের দাশড়া এলাকায় পরিবেশপ্রেমী ইকবাল হোসেন কচি’র বাড়ির আঙিনায় আয়োজন করা হয়।

পরিবেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা-বারসিকের সহায়তায় আয়োজিত এই বিশেষ সভায় অংশগ্রহণ করেন পালক, বারসিক, সুজন-সৃশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ও পালকের নির্বাহী সদস্য-সচিব বিমল রায়ের সঞ্চালনায় এবং পালকের নির্বাহী সদস্য ইকবাল হোসেন কচি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও পালকের নির্বাহী সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পালকের নির্বাহী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পালকের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিচারপতি নুরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক, কৃষিবিদ মনিরুল হক, জরিনা কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী বিশ্বাস, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জয়নাল আবেদীন, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার যুগ্ম-সম্পাদক বিলকিস রেজা পরাগ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কার্তিক চক্রবর্তী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন উন্নয়ন কাজের নামে গাছ নিধন চলছে। অপরিকল্পিতভাবে যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে উঠছে। নদী-নালা-খাল-বিল ভরাট হয়ে যাচ্ছে, দুষিত হচ্ছে। মানবসৃষ্ট কারণে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। এর ফলে খড়া, অনাবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্নিঝড়, জলোচ্ছাস, নদীভাঙন হচ্ছে। মানুষের অসুস্থতা বাড়ছে। এসব থেকে মুক্তি পেতে হলে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। নদী-নালা-খাল-বিলে পানির প্রবাহ ও পানি সংরক্ষণ করতে হবে। পাখি নিধন বন্ধ করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫