ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ৫০ বছর পর জমির দখল ফিরে পেলেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আফিল উদ্দিন প্রামানিক ও আব্দুল রশিদের পরিবার। ভূমি জালিয়াত চক্রের মাধ্যমে ওই জমি ক্রয় করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে সাড়ে ৪১ শতাংশ জমির দখল বুঝিয়ে দিলেন আদালত।
ঈশ্বরদী শহরের আমবাগান এলাকায় আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান উচ্ছেদ করে প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা পরিবারকে দখল বুঝিয়ে দেন। জমির মালিক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আফিল উদ্দিন প্রামানিক ও আব্দুল রশিদের ঈশ্বরদী শহরের পাতিলাখালি মৌজার আমবাগানে সাড়ে ৪১ শতাংশ জমিতে বসতভিটা ছিল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনী তাদের বসত বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেয়। তখন স্থানীয় প্রভাবশালীরা বসত ভিটা দখল করেন। সেখানে তাদের পছন্দের লোকজনদের নিকট থেকে টাকা নিয়ে ঘর বাড়ি তৈরির জন্য প্লট করে ভাগ করে দেন। মুক্তিযুদ্ধের পর তারা ফিরে এসে পৈত্রিক সূত্রে পাওয়া জমি আর দখল পাননি। তখন থেকে ভিটে ছাড়া অবস্থায় ছিল। দীর্ঘ ৫০ বছর নিন্ম কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়ে প্রতিটি আদালত তাদের পক্ষে রায় দেয়।
এদিকে দীর্ঘদিন পার হলেও জমি বুঝে পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যগণ এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available