• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৯:৪৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৯:৪৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা বিতরণ

৬ জুন ২০২৪ সকাল ০৮:১১:০৮

বাগেরহাটে ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা বিতরণ

বাগেরহাট  প্রতিনিধি: বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, পেয়াজ, চিড়া, মুড়ি, শুকনা ঝাল, গ্যাসলাইট, মোমবাতি, স্যালাইন ও সাবান।

৫ জুন বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় । সুন্দরবন মুক্ত স্কাউট দলের উদ্যোগে বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ডক্টরস ফর ডক্টর ফোরামসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।

এ সময় উপস্থিত ছিলেন- সুন্দরবন মুক্ত স্কাউট দল বাগেরহাটের সভাপতি শেখ হায়দার আলী বাবু, সংগঠনটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, স্কাউট লিডার শেখ তানজির হোসেন, সৈয়দা তৈফুন নাহার, মো. সাজ্জাদ হোসেন, ফয়সাল হাওলাদার ও প্রকাশ চন্দ্র পালসহ স্কাউট দলের সদস্যরা।

জেলা সাধারণ সম্পাদক সাকির হোসেন বলেন, ঘূর্নিঝড় দুর্গত এলাকায় খাদ্য সংকট দেখা দেয় । অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তার উদ্যোগ নেই। আমরা যোগাযোগ করলে ডক্টরস ফর ডক্টর ফোরামের  ডা. লুবনা শারমিনসহ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আর্থিক সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, আমরা সকলের সহযোগিতায় যাতে কমপক্ষে ১৫ দিন একটি পরিবারে খাবারে কোন সংকট না থাকে সে জন্য বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০