• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে পারিবারিক পুষ্টি বাগানের গাছ ও বীজ বিতরণ

৬ জুন ২০২৪ সকাল ১০:৩৭:২৩

মধুপুরে পারিবারিক পুষ্টি বাগানের গাছ ও বীজ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবসে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মাঝে সবজির বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

৫ জুন বুধবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৫৯ জন কৃষকের মাঝে এ বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ হয়।

মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য চলতি মৌসুম ও পরবর্তী দুই মৌসুমের জন্য বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে বাগানের ৫টি বেডে শাক সবজি ও সবজি জাতীয় ফসল উৎপাদন করা যাবে।

বাগানের পূর্ব ও পশ্চিম পাশে ৪টি মাঁচায় লতানো সবজি, বেড়াতে লতা জাতীয় সবজি, উত্তর ও দক্ষিণ পাশে ৩টি করে ৬টি কম ক্যানোপিযুক্ত ফল গাছসহ বাগানে এক মৌসুমে ১০-১২ রকমের আবাদ করা যাবে। যা একটি পরিবারের জন্য নিরাপদ ও সতেজ শাক সবজি এবং ফলমূল পরিবারের পুষ্টি যোগাবে বলে জানালেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।

পারিবারিক পুষ্টি বাগানের বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবি নূর রাত্রী, শাহরিয়ার আক্তার রিভা প্রমুখ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী জানান, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৯ জন কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান সৃজনের জন্য বীজ, বিভিন্ন প্রকার দেশি ফল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫