• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাল দখল করে পাকা ভবন নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

৬ জুন ২০২৪ দুপুর ১২:৪১:১৩

খাল দখল করে পাকা ভবন নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া বাজার সংলগ্ন সরকারি খাল জবর দখল করে দালান ঘর নির্মাণ করছেন সাহাব উল্যা নামের এক গরু ব্যবসায়ী। এতে খালে পানি চলাচল বাধাগস্ত হয়ে সামনের বর্ষা মওসুমে পুরো এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন পরিদর্শনের সময় সংবাদকর্মীদের স্থানীয় বানিন্ধারা জানান, উপজেলার ছিলোনীয় বাজার সংলগ্ন ছিলোনীয়া-মানিকপুর সরকারি খালের পুরো অংশ জবর দখল করে গত দুই সপ্তাহ ধরে সাহাব উল্যা নামের ওই গরু ও মাংস ব্যবসায়ী বহুতল ভবন নির্মাণ করছেন। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে ৪ জুন মঙ্গলবার রাতে নির্মাণাধীন দালানের উপরের পিলারগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। কিন্তু এ সময় নিচের বেইস ঢালাই, গ্রেট বিম ঢালাই ও বাকি পিলারগুলো অপসারণ করা হয়নি। এসব স্থায়ীভাবে অপসারণ করা না হলে খালের পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে। ফলে সামনের বর্ষা মওসুমে পুরো এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দেবে।

এ ব্যাপারে সরকারি খালের ওপর দালান নির্মাণের দায়ে অভিযুক্ত মাংস ব্যবসায়ী সাহাব উল্যা বুধবার দুপুরে জানান, ‘খালের পেছনের জায়গায় তার একটি ফার্ম রয়েছে। ফার্মের সামনে খালের জায়গাও তার। তাই তিনি খালের ওপর দালাল নির্মাণ কাজ করছেন। বিয়ষটি নিয়ে স্থানীয় লোকজন অপ্রপচার করে যাচ্ছেন বলেও জানান তিনি।’

এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বুধবার দুপুরে জানান, ‘বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর পরই অভিযান চালিয়ে খালের ওপর নির্মাণকরা দালান ঘরের পিলারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫