• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১০:১৭:১৬ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১০:১৭:১৬ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জে ৫০০ গাছের চারা বিতরণ

৬ জুন ২০২৪ বিকাল ০৪:০৭:১৩

গোপালগঞ্জে ৫০০ গাছের চারা বিতরণ

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে পদ্মকুড়ি সেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে বলাকইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শিবলী নোমানসহ শিক্ষক-শিক্ষীকাবৃন্দ।

এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রে অধ্যয়নতর শিক্ষার্থী প্রবাসী রিয়েল সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে, তাপমাত্রা মোকাবেলায় তার সংগঠনে ক্ষুদ্র প্রয়াস এটি। তিনি বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে একটি শিশু একটি গাছ নিশ্চিত করার লক্ষ্যে এবং পর্যাপ্ত পরিমাণে বনায়ন তৈরিতে তার এ পদক্ষেপ বাস্তবে রূপ নিবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়াও তার পদ্মকুড়ি সেচ্ছাসেবী সংগঠন পূর্বে হতদরিদ্র মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে প্রদক্ষিণ শেষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীদের দেখা যায় মাথায় ক্যাপ টিশার্ট ও হাতে প্লেকার্ড নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি গাছ তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩৬:৪৮