• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

১৮ মার্চ ২০২৩ সকাল ১১:০২:০৬

বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, আবুল কালাম আজাদ, শাহনাজ পারভীন, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার আব্দুল জলিল তরফদার, সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জেলা পরিষদের সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক টিএম মাসুদ করিম বাকি প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলায় শিক্ষা, সমাজসেবা, সাহিত্য, রাজনীতি, আইন সহায়তা, ধর্মীয় সহাবস্থান, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ক্যাটাগরিতে ৫০ জন গুণী ব্যাক্তিকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস তুলে দেয়া হয়।

এছাড়া প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী দুইশ’ ১০ জন কৃতি ছাত্রছাত্রীর হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস তুলে দেয়া হয়।

এর আগে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন। পরে সন্ধ্যায় বাউল শফি মন্ডলসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫