সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মিনি বাসের ধাক্কা ৯ জন যাত্রী আহত হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।
আহত কয়েকজন হচ্ছেন, মো. দেলোয়ার (৪০), মো. সুমন (৩৫), বিলকিস আক্তার (৩২), সামিয়া আকতার (২১) ও মো. করিম (৩২)। বাকিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ১৭নং মিনি বাস চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে যাওয়ার সময় ফুলতলা এলাকায় মহাসড়কে একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক-হেলপারসহ গাড়িতে থাকা ৯ যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে গাড়ির হেলপারসহ কয়েকজনকে চমেক হাসপাতালে প্রেরণ করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available