রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ২০২৪ সালের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলম। ৪ জুন যুব উন্নয়ন অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক কাজী আবদুল আলীম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাঁর এই অর্জনে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকতা-কর্মচারিরা অভিনন্দন জানিয়েছেন।
মো. খাইরুল আলম বলেন, বিগত ও বর্তমান বছরের যুব খেলাপী ঋণ আদায় ও প্রশিক্ষণ কার্যক্রম সন্তোষজনক মনে করে শুদ্ধাচার পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেন। আমি সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১ অনুসরণে যুব উন্নয়ন অধিদফতর, চট্টগ্রাম উপপরিচালকের কার্যালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান সংক্রান্ত বাছাই কমিটি কর্তৃক অন্যান্যদের মধ্যে মো. খাইরুল আলমকে শুদ্ধাচার পুরস্কার ২০২৪ প্রদানের জন্য মনোনীত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available