নোয়াখালী প্রতিনিধি: নানা উৎসাহ উদ্দীপনায় ঐতিহ্য বাহী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদরাসায় ৬টি বুথ কেন্দ্রে মোট ৪৬ জন প্রার্থীর ১৯টি পদে ৫৮৬ জন সাধারণ ভোটারা এতে ভোট প্রদান করেন।
দীর্ঘ প্রায় ৩০ বছর পর হলো বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন। এর ফলে দীর্ঘদিন নানা অনিয়মের মধ্য দিয়ে চলা বাজারের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা নির্বাচিত সদস্য ও বাজারের সাধারণ ব্যবসায়ীদের।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি কিছু ভালো কাজ করতে কিন্তু স্বার্থান্বেষি মহল নানাভাবে বাধা সৃষ্টি করেছেন তারা কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করছে, বাজারের নির্বাচনের বাধা দিয়েছে কারণ নির্বাচিত কমিটি আসলে তাদের চাঁদাবাজি কমে যাবে। এলাকার মাদকের নির্মুল সম্ভব হচ্ছে না তাদের কারণে। তারা মনে করে, আমি ভালো কাজগুলো করতে থাকলে ইউনিয়নে তাদের মূল্য থাকে না, এ কারণেই আমার বিরোধিতা।
নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ, যুব উন্নয়ন অফিসার নিজাম উদ্দিন ও জপনির্বাচনী পরিচালনা কমিটির প্রধান ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম, রাজগন্জ ছাত্র যুব কল্যাণ পরিষদে সম্বানয়ক সাইফুল ইসলামসহ আরো অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available