ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত গৃহ প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাতেও কার্যক্রম গৃহীত হয়। গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল থেকে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রম গ্রহণ করা হয়।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় অত্র উপজেলায় টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি, তৃতীয় পর্যায়ে ৩৩০টি, ৪র্থ পর্যায়ে ২৭৩টি এবং ৫ম পর্যায়ের (১ম ধাপে) ৫৯টি 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।
আগামী ১০ জুন সারা দেশের ন্যায় 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপে) ১৯৯টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হবে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available