• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁদপুরে আইদি পরিবহনের আয়ে চলবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম

৭ জুন ২০২৪ দুপুর ০১:৩৯:৪৪

চাঁদপুরে আইদি পরিবহনের আয়ে চলবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: অসহায় মানুষের কল্যাণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের আয়ে চলবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নে অসহায়দের জন্য নির্মাণ করা হয়েছে বৃদ্ধাশ্রম।  প্রবাসী মীর রিনাজের নিজস্ব অর্থয়ানে তৈরি করা হচ্ছে ভবন। নির্মাণ কাজ শেষে স্বাস্ব্য সেবাসহ এটি চালু করা হবে। আর এটির ব্যয় বহন করবে আইদি এন্টারপ্রাইজ নামে পরিবহন প্রতিষ্ঠান।

৬ জুন বৃহস্পতিবার জগতপুর বাজার ও কালিয়াপাড়া বাস স্টেশনে আদি পরিবহন ফিতা কেটে উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ।

এ সময় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেএম আনয়োর, আইদি পরিবহনের পরিচালক মো. তাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পরিবহনের বাসগুলো চলবে চাঁদপুর সদর থেকে শাহরাস্তির জগতপুর স্ট্যান্ড পর্যন্ত।

উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধৈকামতা গ্রামে নির্মাণাধীন পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম সম্পর্কে স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও বিল্লাল হোসেন জানান, এই বৃদ্ধাশ্রম চালু হলে এলাকায় উন্নয়ন হবে। অসহায় লোকজন থাকার ব্যবস্থা হবে এবং চিকিৎসা পাবে অনেক লোকজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২