• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:১১:১৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:১১:১৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বাহাদুরের ওজন ৪০ মণ, দাম ১৪ লাখ টাকা

৮ জুন ২০২৪ সকাল ০৭:৫৬:৫৫

বাহাদুরের ওজন ৪০ মণ, দাম ১৪ লাখ টাকা

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ৪০ মণ ওজনের উন্নত জাতের একটি গরু পালন করেছেন আমিনুর রহমান। দাম হাঁকা হয়েছে ১৪ লাখ টাকা। নিজ বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও ছোলা খাইয়ে ষাঁড়টি বড় করেছেন আমিনুর।

জেলা শহর থেকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিনুর রহমান। তার পালিত ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট উচ্চতার ষাঁড়টির নাম দেওয়া হয়েছে ‘বাহাদুর’। এমন বড় আকারের গরু দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছে। দুই বছর আগে নিজ বাড়ীতে জন্ম নেওয়া গরুটি নিজের সন্তানের মতো লালন-পালন করেন আমিনুর রহমান।

শৈশব থেকেই গরু পালনের শখ ছিল আমিনুর রহমানের। এরই ধারাবাহিকতায় দুই বছর আগে বাড়িতে তার ফ্রিজিয়ান জাতের গাভী থেকে একটি বাছুর জন্ম নেয়। অন্যান্য বাছুরের থেকে আকার-আকৃতিতে বড় ও শান্ত স্বভাবের হওয়ায় তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা করেন তিনি। লালন-পালন করেন নিজের সন্তানের মতো। কোরবানির ঈদকে সামনে রেখে তার পোষা গরু ‘বাহাদুর’কে বিক্রী করার চিন্তা করছেন। দাম ভালো পেলে এবার বিক্রি করবেন বাহাদুরকে।  

খামারি আমিনুর বলেন, ‘পরিবারের সন্তানের মতোই যত্নে পালন করি একে। ষাঁড়টিকে দুই বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, ছোলা, ধানের কুঁড়া ও ভুষি খাওয়ায়ে প্রাকৃতিক উপায়ে বড় করেছি। কোনো রেডিফিট খাওয়াইনি। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ করিনি। স্থানীয় ব্যাপারীরা ১০ লাখ টাকা দাম বলে গেছেন। আমি দাম চেয়েছি ১৪ লাখ টাকা।’

উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি বলেন, ‘শুনেছি আমিনুরের গরুটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। আমিনুর একজন ভালো গরুর খামারি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০