• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গরমে কদর বেড়েছে কচি তালশাঁসের

৯ জুন ২০২৪ সকাল ১০:১৪:২৬

গরমে কদর বেড়েছে কচি তালশাঁসের

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কচি তালশাঁস। গরমে ক্রেতাদের কাছে তালশাঁসের কদর বেশি। পাড়া-মহল্লার ফল বিক্রেতাদের ভ্যানগাড়িতে ডাবের পাশাপাশি মিলছে রসালো কচি তালশাঁস।

বিভিন্ন বাজারে, রাস্তার ধারে ও ভ্যানের ওপর তীক্ষ্ণধার দায়ের আঘাতে শক্ত খোলস থেকে সরস তালশাঁস বের করে আনে বিক্রেতা। একটা তালে সাধারণত তিনটি করে শাঁস থাকে। আর একটা তাল বিক্রয় হচ্ছে ১০ থেকে ১৫ টাকা।

তালশাঁস কেবল স্বাদেই ভালো নয়, শরীরের জন্যও উপকারী। অন্যদিকে কচি তালের শাঁসে জলীয় অংশ বেশি থাকায়, তা দেহের পানিশূন্যতা অনেকটাই পূরণ করে। ফলে এই প্রচন্ড তাপদাহে উপজেলার হাট-বাজারে বেশ কদর বেড়েছে তালের শাঁসের।

খোকসার মহিদুল ইসলাম নামের এক তাল বিক্রেতা বলেন, গরমের সময় ডাবের সঙ্গে পাল্লা দিয়ে তালশাঁস বিক্রি হয়। কিন্তু এখন তাল গাছ কম থাকায় চাহিদা অনুযায়ী ক্রেতাদের দিতে পারছি না। কালের বিবর্তনে খোকসার পল্লী অঞ্চলে কমে গেছে তাল গাছের সংখ্যা।

তালশাঁসের গুণগতমান নিয়ে কথা হয় খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান সোহেলের সাথে। তিনি জানান, তালশাঁসের বেশির ভাগ অংশ জলীয় থাকে। ফলে দ্রুত শরীর শীতল করার পাশাপাশি আবহাওয়ার তারতম্যের কারণে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে সাহায্য করে। তাছাড়াও তালশাঁস শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে। ত্বকের সৌন্দর্য বাড়ায়। হাড় গঠনে সহায়তার পাশাপাশি সুস্থ দাঁতের নিশ্চয়তা দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫