• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২৫:৩১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২৫:৩১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

৯ জুন ২০২৪ সকাল ১১:৩২:০০

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল পাবনা জেলা

স্টাফ রিপোর্টার: বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলা পরিষদকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলায় এ পুরস্কার দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবসে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়টির সচিব ড. ফারহিনা আহমেদ।

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট থেকে জাতীয় পুরস্কার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলা পরিষদকে সনদপত্র ও এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল জাতীয় পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানান, এ গৌরবময় প্রাপ্তি পাবনা জেলা পরিষদকে সম্মানিত করেছে। সেই সাথে পাবনার সর্বস্তরের মানুষকে করেছে গর্বিত। আমি পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, একই মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি এবং সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫