জাহিদুল ইসলাম অনিক, সাভার: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য - একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাভারে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের নির্দেশনায় সংস্থাটির উপদেষ্টা মো: সুমন আহমেদের তত্ত্বাবধানে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকার কয়েকশ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। যেখানে অংশ গ্রহণ করেছেন ঢাকা থেকে আগত গাইনী ও নারী শিশু হাসপাতালের চিকিৎসক।
বিনামুল্যে বিভিন্ন রোগের ঔষধ পাওয়ায় ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর্ত-মানবতার সুমহান ব্রত নিয়ে বিনামূল্যে রোগীর চিকিৎসা সেবা প্রদান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থাটি।
সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজা আক্তার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ্য করে বলেন, আর্থিক অসঙ্গিতর কারণে সমাজের সুবিধা বঞ্চিতরা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, দেশে অনেক দরিদ্র রোগীর আহাজারির দৃশ্য। এরকম হাজার হাজার দরিদ্র চিকিৎসার প্রহর গোনছে। তাই সকলকে সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা প্রয়োজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available