লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে অনেকেই থাকেন না। ঘরগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন।
২০২২ সালের মে মাসে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চরে রসুলপুর মৌজায় ‘আশ্রয়ণ প্রকল্প-২’ এর ২৪০ জন গৃহহীন পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হয়। স্থানীয় ও ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্পের ২৪০টি ঘরের মধ্যে মাত্র ৫০ থেকে ৬০টি ঘরে লোকজন বসবাস করেন। ১৮০টি ঘরই পড়ে আছে জনমানব শূন্য হয়ে।
প্রকল্পের একটি ঘরের সামনের উঠোনে রান্না করছেন গৃহবধূ সাবিনা খাতুন। আলাপচারিতায় সাবিনা বলেন, আমরা খুব কষ্টে ,আছি আমাদের কেউ খোঁজ নেয় না। ঘরগুলো খালি থাকায় রাতের বেলায় ভয় লাগে। বাইরে বের হতে পারি না। কোনো নিরাপত্তা নাই, সব ঘরে মানুষ থাকলে ভয় থাকত না।
সচেতন মহলের দাবি ২৪০টি পরিবারকে ঘর দেওয়া হলেও নিয়মবহির্ভূতভাবে প্রকৃত ভূমি ও গৃহহীনদের ঘর না দেওয়ায় আশ্রয়ণ প্রকল্পে অনেক ঘর খালি রয়েছে। যেসব ঘরে সুবিধাভোগীরা থাকেন না, তাঁদের নামের ঘরগুলো বাতিল করে নতুন করে প্রকৃত ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, যাদের ঘরবাড়ি আছে, তারাও ঘর পেয়েছেন। তাই এখানে তারা থাকেন না। কখনো ঘরগুলো দেখতেও আসেন না তারা। কয়েকজন ঘরের মধ্যে ও বারান্দায় খড়কুটো রেখেছেন। তারা কোনো দিন ওই সব ঘরে থাকেননি। মাঝেমধ্যে কেউ কেউ ঘরের দরজা খুলে কিছু সময় অবস্থান করে আবার চলে যায়।
সম্প্রতি ওই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, অধিকাংশ ঘরেই তালা ঝুলছে। তালাগুলোতেও মরিচা পড়ে গেছে। ঝোপঝাড়ে ঘিরে ধরেছে ফাঁকা ঘরগুলো। বারান্দা ও আশপাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। কয়েকটি ঘরের বারান্দায় গবাদিপশু রাখা রয়েছে, একটি ব্যারাকে পাঁচটি ঘর, বেশ কয়টি ব্যারাকে মাত্র একটি ঘরে মানুষের দেখা মিলেছে।
সেখানকার বাসিন্দা ষাটোর্ধ বৃদ্ধ আজদেল আলী বলেন আমাদের রাস্তাঘাটের খুবই প্রয়োজন, পানির সংকট। টিউবওয়েলে পানি উঠে না। আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুরটি সংস্কার করে আমাদের ব্যাবহারের উপযোগী করে দেওয়া হোক।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, যাদের আসলেই ঘরের দরকার নেই, কিন্তু বরাদ্দ নিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে আমাদের কাছে যে আবেদনগুলো আছে সে অনুযায়ী ব্যাবস্থা নিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available