• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:৫০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:৫০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ

১০ জুন ২০২৪ সকাল ১০:০৬:১৫

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন রোববার সকালে গোবরা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানবন্ধন ও সমাবেশে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি মহিলাদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের নেতৃত্ব দেন সিংগাশোলপুর ইউপির মহিলা সদস্য শাহিনা আকতার।

এ সময় গোবরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, তুকাম শেখ, সুলতান, রুবেল শেখ, ইউপি সদস্য শাহিনা আকতার, মিসেস উজ্জলসহ একাধিক নারী মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি ও গোবরা এলাকার নিউটন গাজীকে আটকের দাবি জানান।  
বক্তারা বলেন, অহেতুক মিথ্যা মামলায় উজ্জ্বল চেয়ারম্যানকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। উজ্জল চেয়ারম্যানের অনুসারীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন রাত সোয়া ১২টার দিকে নড়াইল সদরের গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়। হামলাকারীদের দেয়া আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তার প্রাইভেট কার পুড়ে ভস্মীভূত হয়। এ সময় আরও দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় নিউটন গাজী সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ১৫ জনের বিরূদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা আরোও জানায়, নিউটন গাজী ও উজ্জ্বল শেখ একই এলাকার বাসিন্দা। তারা একসাথেই চলতেন। পরবর্তীতে এসে তাদের মধ্যে মতদ্বন্দ্ব হয়। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও গ্রুপিং দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তারা দুজন যার যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকট হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০