• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেও সন্ধান মিলছে না শিশু আব্দুল্লাহর

১০ জুন ২০২৪ দুপুর ০১:০৭:১৬

আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেও সন্ধান মিলছে না শিশু আব্দুল্লাহর

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়া থেকে ১০ আগে নিখোঁজ হয়েছে ৩ বছরের শিশু আব্দুল্লাহ। সন্তানকে খোঁজে পেতে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন মা সাথী আক্তার। তারপরও সন্ধান মিলছে না শিশুটির।

৯ জুন রোববার শিশুটির মা সাথী আক্তার নিখোঁজ আব্দুল্লাহকে এত দিনেও খোঁজে না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।

শিশুটির মান সাথী আক্তার জানান, গত ৩১ মে আনুমানিক দুপুর ২টার দিকে আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগান-বাড়ী রেডিয়েন্স গার্মেন্ট সংলগ্ন বাসার কাছ থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ (৩)। এরপর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খোঁজ পেতে আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। তারপরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না শিশু আব্দুল্লাহর।

জানা যায়, শিশুটির মা সাথী আক্তার তার প্রথম স্বামী সোহাগ মিয়ার (২৪) সাথে বনিবনা না হওয়ায় দেড় বছর আগে ডিভোর্স দিয়ে সন্তানসহ মায়ের বাসায় চলে আসেন। এরপর থেকে প্রথম স্বামী তার সন্তানের কোনো খোঁজখবর নেননি। পরে সন্তানকে তার মা-বাবার কাছে রেখে একটি পোশাক কারখানায় চাকরি নেন সাথী আক্তার। চাকরি নেয়ার কয়েকদিন পরেই জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন জানান, আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী এলাকা থেকে আব্দুল্লাহ (৩) নামের একটি শিশু গত ৩১ মে হারিয়ে গেছে উল্লেখ করে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ শিশুকে খোঁজে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশা করি, শীঘ্রই শিশুটির সন্ধান পাওয়াসহ আসল রহস্য উদঘাটন করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০