• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৫:২২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৫:২২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

১১ জুন ২০২৪ সকাল ০৮:৩১:৫৭

নাঙ্গলকোটে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এ আইনকে তোয়াক্কা না করে উপজেলার বাংগড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মহিন নামের এক ব্যক্তি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, ‘অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে, নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন্ন খাল ও পুকুর ভরাট করছে তারা, এর ফলে আমরা বসতবাড়ি নিয়ে আশঙ্কায় রয়েছি আমরা। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে পারি না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

১০ জুন সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে ড্রেজার মেশিন মালিক আব্দুল মান্নান ও মহিন বালু তুলছেন। এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে এভাবে বালু তোলা অবৈধ, সেটা আমরা জানি। কিন্তু নাঙ্গলকোটে আমরা একাই না, আরও অনেকেই উপজেলার বিভিন্ন গ্রামে একইভাবে ড্রেজার মেশিন চালাচ্ছে। রায়কোট দক্ষিণ ইউনিয়ন বেল্টার গ্রামের হানিফ, নুরুন্নবী, বশরসহ আরও অনেকেই চালাচ্ছে।’

উপজেলার সহকারী কমিশন (ভূমি) মেহেদী হাসান মুঠোফোনে বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮