• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

১১ জুন ২০২৪ সকাল ০৯:৫৬:৩৪

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

যশোর প্রতিনিধি: বেনাপোলে রাফিউল ইসলাম নামে একজন কাস্টমস ইন্সপেক্টরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ১০ জুন সোমবার বিকালে এ কর্মসূচির আয়োজন করে বেনাপোল কাস্টমসে কর্মরত অফিসারগণ। মানববন্ধন থেকে অপরাধীদের আটকের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন- ৩ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রশাসন আসামিদের আটক করতে পারেনি । হামলাকারী আসামিদের আটক করতে না পারায় তাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ। অবিলম্বে তাদেরকে আটক করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের স্থানীয় প্রাচুর বাওড়ের রাস্তায় রাফিউল ইসলাম নামে এক কাস্টমস ইন্সপেক্টরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা । পরে তার সহকর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন আসামিকে আটক করতেন না পারায় কাস্টমস অফিসারগণ ও ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০