কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ, টেকসই উন্নয়ন অভীষ্ট এস.ডি.জি স্থানীয়করণ ও প্রাথমিক শিক্ষার মান্নোয়ন নিশ্চিত করণে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১০ জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর (বেদে পল্লি) প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ৩০ জন শিক্ষার্থীর মাঝে আগামী ৬ মাসের জন্য নিজস্ব অর্থায়নে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
কালকিনি ১নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন মেডিকেল অফিসার ডা. মুমসাদী ইসলাম ইভা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- কালকিনির সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো. শাহআলম ও কালকিনি সৈয়দ আবুল হোসেন অ্যাকাডেমির প্রধান শিক্ষক বি.এ হেমায়েত হোসেনসহ আরও অনেকে।
প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available