তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারা দিন ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফজলুল হক দেওয়ান। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৩১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন দুলাল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫১৭ ভোট।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমিন মহাজন (চশমা প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৮৩৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন ফরাজী (টিউবওয়েল প্রতীক) ১২ হাজার ৭৬৫ ভোট এবং মহিউদ্দিন পোদ্দার (তালা প্রতীক) পেয়েছেন ১২ হাজার ২১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম সাজু। তিনি কলস প্রতীকে ২৪ হাজার ৯৭৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কহিনূর বেগম শিলা (ফুটবল প্রতীক) নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৪৮৯ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে তজুমদ্দিনে ভোটগ্রহণ করার কথা ছিল। প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে তখন নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৯ জুন ভোট গ্রহণের নতুন তারিখ দেয়া হয়। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। উপজেলায় ভোটার ১ লাখ ৩ হাজার ৩৮৮। এর মধ্যে ৫২ হাজার ৮২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available