• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:১২:০২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:১২:০২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় নববধূর আত্মহত্যা

১২ জুন ২০২৪ সকাল ০৭:৩১:৩৪

পীরগাছায় নববধূর আত্মহত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় হাওয়া মনি (১৬) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১১ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার শিবদেব গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চার মাস আগে ওই গ্রামের হায়দার আলীর মেয়ে হাওয়া মনির (১৬) সাথে তার খালাতো ভাই একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিপ্লব মিয়ার (২২) বিয়ে হয়। বিয়ের পর হওয়া মানি তার স্বামীর বাড়িতে গিয়ে ঘর সংসার করতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় তিস্তা নদীর চরে বাদাম তোলার কাজে ব্যস্ত থাকার সুযোগে ফাকা বাড়িতে হাওয়া মনি তার নিজ স্বয়ন ঘরের দরজার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তাৎক্ষণিকভাবে নববধূ হওয়া মনির আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও এলাকাবাসী বিষয়টিকে রহস্যজনক মনে করছেন। মঙ্গলবার সন্ধ্যায় সরজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন বলেন, চার মাস আগে নাবালিকা হাওয়া মনিকে জোর করে তার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেয় তার বাবা হায়দার আলী ও তার পরিবারের লোকজন। তারা সন্দেহ করছেন এ কারণেই ওই নববধূ রাগে ও ক্ষোভে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের দাদা শামসুল মন্ডল পীরগাছা থানায় লিখিত অভিযোগ করলে একটি ইউডি মামলা রুজু করা হয় বলে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার নিশ্চিত করেন। তিনি বলেন, নববধূর হাওয়া মনির আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং যথাযথ শালীনতার সাথে নারী পুলিশের মাধ্যমে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি গোপনে ও প্রকাশ্যে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০