• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের পাশ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি

১২ জুন ২০২৪ সকাল ১১:৪৩:৫৬

কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের পাশ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় ইসরাফিল নামের আড়াই মাস বয়সের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক।

১০ জুন সোমবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। স্বজনেরা বলছেন, মা ও নানির সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে কে বা কারা নিয়ে গেছে।

নিখোঁজ শিশুর পিতা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামে।

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর তাঁর মায়ের সঙ্গে একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। দুজনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তাঁর পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময়ই খোলায় ছিল।

তাৎক্ষণিক বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ সময় মা-বাবা দুজনেই কান্নায় ভেঙে পড়েন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা বলেন, ‘আদাবাড়িয়া গ্রামের মহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেই সাথে জনগণের জনপ্রতিনিধি হিসেবে আমি ও আমার লোকজন শিশুটি উদ্ধারের জন্য কাজ করছি।’

১১ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ঐ এলাকাতেই আছি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে আটক করা হয়নি। নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা দেননি।

নিখোঁজ পরিবারে বরাত দিয়ে ওসি আরও জানান, রাতে ঘরে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো ছিল। শিশুটি কীভাবে হারিয়ে গেল বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে আমাদের। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০