• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১০:০৩:৩৯ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১০:০৩:৩৯ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ নারী নিহত, আহত ২৫

১২ জুন ২০২৪ বিকাল ০৩:০৫:৫৭

বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ নারী নিহত, আহত ২৫

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

১২ জুন বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মনোয়ারা বেগমের (৬০) স্বামীর নাম শওকত আলী। তার বাড়ি স্থল বল্লা গ্রামে। সংঘর্ষে গুরুতর আহত ১১ জনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার স্থল বল্লা গ্রামে বিতর্কিত একটি জমিকে নিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামের দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সাথে স্থল বল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে।

আজ বুধবার সকালে বিতর্কিত ওই জমিটা দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দা, ফালা, টেটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের উপর হামলা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান।

এছাড়া, গুরুতর আহতরা হলেন- আনোয়ার হোসেন, মিনহাজ মিয়া, রুবেল হোসেন, আলাল মিয়া, দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, ছানোয়ার হোসেন, সালাফি মিয়া ও বুলু মিয়া।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার আমিন বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩৬:৪৮







তিন কেজি হেরোইনসহ এক নারী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩১:৪৭