• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে হাসপাতাল কর্মীর উপর হামলা, আটক ১

১২ জুন ২০২৪ রাত ০৮:২০:৩৬

সৈয়দপুরে হাসপাতাল কর্মীর উপর হামলা, আটক ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১২ জুন বুধবার ১০০ শয্যা সরকারি হাসপাতলের মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে নিষেধ করায় হাসপাতাল কর্মীর উপরে হামলা চালিয়েছে এক যুবক। এ ঘটনায় শহরের হাতিখানা এলাকার মো. বেলালের পুত্র মো. জুয়েলকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, জুয়েল নামে এক পুরুষ রোগী বুধবার সকাল দশটার দিকে হাসপাতালের মহিলা কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য দাঁড়ায়। সেখানে কর্তব্যরত হাসপাতাল কর্মী মমিনুল ইসলাম তাকে পুরুষ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বললে সে উত্তেজিত হয়ে পড়ে। বাক বিতণ্ডার একপর্যায়ে  হাসপাতাল কর্মী মমিনুলকে কিল ঘুষি মারতে থাকে। এতে মমিনুল ইসলামের নাক ফেটে যায় ও চোখে গুরুতর জখম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

মমিনুল ইসলাম জানান, একটি পুরুষ রোগী মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে আসলে আমি তাকে পুরুষ কাউন্টারে যেতে বললে সে আমার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং আমাকে কিল ঘুসি মারতে থাকে। এতে আমি গুরুতর আহত হই।

সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, আমার হাসপাতালে আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। তার নাকে ও চোখে ক্ষত চিহ্ন রয়েছে। আমি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫