• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:২৪:৪৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:২৪:৪৩ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধ কয়েল কারখানা বন্ধ করলো উপজেলা প্রশাসন

১৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:৫৬

অবৈধ কয়েল কারখানা বন্ধ করলো উপজেলা প্রশাসন

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলায় অবৈধ কয়েল কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাগর এন্টারপ্রাইজের বেঙ্গল কয়েল কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেনে। এসময় তার সঙ্গে ছিলেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক জানান, উপজেলার হারাগাছ পৌরসভার গফুরটারী মধ্যপাড়া এলাকায় সাগর এন্টারপ্রাইজ নামে বেঙ্গল কয়েল উৎপাদন করেছেন মোস্তফা আল মাহমুদ। বৈধ কোনো কাগজ ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে কয়েল উৎপাদন করায় কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের লোকজন ২০২২ সালে দু’টি অভিযান পরিচালনা করে কারখানাটিতে উৎপাদন বন্ধের নির্দেশ দেন। সেই আদেশ অমান্য করে উৎপাদন কাজ চালিয়ে যায় কারখানার মালিক। পরে ২০২৩ সালের নভেম্বরে জেলা প্রশাসন মহোদয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়। চলতি বছর আবারো কারখানাটিতে কয়েল উৎপাদন শুরু করে মোস্তফা আল মাহমুদ। 
বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হলে বেঙ্গল কয়েল কারখানার মালিক বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারলে কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।

কারখানার মালিক মোস্তফা আল মাহমুদ ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র ও বিএসটিআই লাইসেন্স ছাড়া ওই স্থানে কয়েল উৎপাদন করবে না মর্মে লিখিত অঙ্গীকার করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, বৈধ কোন কাগজপত্র ছাড়া ওই কারখানায় পুনরায় কয়েল উৎপাদন করা হলে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০