ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাজু আহমেদ (৩৫) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তুলশীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু আহমেদ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী গ্রামের সাগর আলীর ছেলে। তিনি এসকেএস ফাউন্ডেশন নামের একটি এনজিওর জয়পুরহাট সদরের জামালগঞ্জ ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এনজিও কর্মী রাজু আহমেদের সাথে গত ১২ জুন বুধবার দুপুর থেকে তার পরিবার যোগাযোগ করতে পারছিল না। বারবার ফোন দিলেও রিসিভ হচ্ছিল না। বিকেলে উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে কয়েকজন যুবক জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন দিয়ে জানায় বিলের ঘাট থেকে ২ কিলোমিটার দক্ষিণে নদীর বাঁধের উপর মালিক বিহীন একটি মোটরসাইকেল, জুতা ও ব্যাগ পড়ে আছে।
এমন খবরে ক্ষেতলাল থানা পুলিশ ওই এলাকা থেকে সেসব উদ্ধার করে থানায় নেয়। রাতে রাজুর পরিবার ক্ষেতলাল থানায় একটি হারানো সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে ক্ষেতলাল থানা পুলিশ ও তার পরিবার ওই এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুর বাবা সাগর আলী মোটরসাইকেল উদ্ধার হওয়া এলাকায় গিয়ে তার ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাঁধের অদূরে নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে। মরদেহের কাছে গিয়ে দেখে তার ছেলে রাজুরই মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available