• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৬:৩৫ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৬:৩৫ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

১৪ জুন ২০২৪ সকাল ০৮:৩২:৪৫

ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে গভীর রাতে সৌদি প্রবাসীর ২২ শতাংশ ফসলি জমি দখল ও ঔষধ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের সৌদি প্রবাসী পলাশ মাতুব্বর ও আদম আলীর  জমি একই গ্রামের মিরাজ মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে দখলের এ অভিযোগ উঠে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে পলাশ মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সৌদি প্রবাসী আদম আলী অভিযোগ করে জানান, ‘আমাদের বাড়ির সাথে ১০০ নং নিশ্চিন্তাপুর মৌজার, ১৯২ খতিয়ানে, বি,এস ৯১৫ নম্বর দাগে ২২ শতাংশ জমি বহুবছর ধরে ভোগদখল করে আসছি। আমার দাদা মুনসুর আলী মাতুব্বর প্রায় ৮৫ বছর আগে আর এস রেকর্ড মূলে এই ২২ শতাংশ জমির মালিক হন। ওয়ারিশমূলে এস,এ এবং বি,এস আমার বাবা খবির মাতুব্বর রেকর্ড মূলে মালিক হন। বাপ-দাদা থেকে এই সম্পত্তির মালিক এখন আমরা ৫ ভাই। প্রায় শতবছর ধরে এই সম্পত্তি আমরা চাষাবাদ করে আসছি। আমরা সবাই প্রবাসে বসবাস করি। আমাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও গ্রামের লাঠিয়াল বাহিনী রাতের আঁধারে আমাদের জমি দখল এবং ক্ষেতের ফসল ঔষধ দিয়ে নষ্ট করে ফেলেছে।’

প্রবাসী পলাশ মাতুব্বরের অভিযোগ সূত্রে জানা যায়, এই সম্পত্তি ক্রয় সূত্রে আমার দাদা পরে আমার বাবা তারপর আমরা জমি ভোগ দখল করে আসছি।  ৮০/৮৫ বছর পর এলাকার লাঠিয়াল বাহিনী মিরাজ মাতুব্বর ও তার লোকজন ২২ শতাংশ জায়গা জোর পূর্বক রাতের আঁধারে দখল করে ছাপড়া উঠায় । এ সম্পত্তি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক হলেও মিরাজ ও তার লোকজন শালিস মানছেন না।

এ বিষয়ে অভিযুক্ত মিরাজ মাতুব্বর জানান, আমরা ৩০-৪০ বছর ধরে ঢাকায় কাজ কর্ম করি। পলাশ মাতুব্বরেরা জমি খাইতেছিল কিন্তু  আমার কাগজ পত্র আছে। তাই আমি দখল করেছি।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার এস,আই শওকত হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০