• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:১২:১০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:১২:১০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

২০ মার্চ ২০২৩ সকাল ০৯:২৫:৪০

সাভারে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: ঢাকার সাভারের ফুলবাড়িয়া ভরারী এলাকা থেকে সম্রাট দেওয়ান (২৪) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

১৭ মার্চ শুক্রবার দুপুরে সাভারের ফুলবাড়িয়া ভরারী এলাকার ভরারী মডেল টাউনের বালুর মাঠের ভিতরের ত্রিপলের ছাউনির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে রশি ঝুলানো থাকলেও মরদেহটি মাটিতে পেয়েছি।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার পরে রশি ছিড়ে মরদেহ মাটিতে পরে থাকতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল এশিয়ান টিভি অনলাইনকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬