• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে পরিবহনে চাঁদাবাজির সময় ২ জন আটক

১৪ জুন ২০২৪ দুপুর ১২:৫১:১৮

দিনাজপুরে পরিবহনে চাঁদাবাজির সময় ২ জন আটক

রংপুর ব্যুরো: দিনাজপুরে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. আমিনুল ইসলামসহ ২ জনকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৩। ১৩ জুন বৃহস্পতিবার জেলার খানসামা থানার আলোকঝাড়ী এলাকা থেকে তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক চাঁদাবাজরা হলো- বীরগঞ্জ থানার বড় করিমপুর এলাকার মো. আব্দুস সালামের ছেলে চাঁদাবাজ দলের নেতা মো. আমিনুল ইসলাম (৩০) ও খানসামা থানার গোবিন্দপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে মো. বিপ্লব ইসলাম (২০)।

র‌্যাব-১৩ উপপরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল জেলার খানসামা থানার আলোকঝাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করে। পরে জিয়া সেতুর পশ্চিম পার্শ্বে ঘাটপাড়স্থ মেগাসুইট হোটেলের সামনের পাঁকা রাস্তায় পণ্যবাহী পরিবহনে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে আটক করে র‌্যাব।

তিনি আর. জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন আন্তঃজেলা বাস, ট্রাক অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে দিনাজপুরের খানসামা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‌্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় পরিবহনে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫