• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৬:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৬:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে ১০০ ভূমিহীন পরিবার পাবে সরকারি ঘর

২০ মার্চ ২০২৩ সকাল ১০:২৫:৪৯

নবীনগরে ১০০ ভূমিহীন পরিবার পাবে সরকারি ঘর

জ, ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৪টি ইউনিয়নের ১০০টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হবে।

১৯ মার্চ রোববার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।

ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নবীনগর উপজেলার ৬২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ উপজেলার কাইতলা উত্তর, রসুল্লাবাদ, নাটঘর ও জিনোদপুর ইউনিয়নের আরও ১০০টি গৃহহীন পরিবারের হাতে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক (জ,ই বুলবুল)  সাংবাদিক সঞ্জয় সাহা, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, প্রভাষক দেলোয়ার হোসেন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, খান জাহান আলী চৌধুরী, সাংবাদিক মো. আলমগীর, যুগান্তর প্রতিনিধি মো. সাফিউল আলম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫