• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

১৪ জুন ২০২৪ বিকাল ০৪:৫৮:০০

বাগেরহাটে কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ ল্যাবে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ শেষ হয়েছে। দীর্ঘ এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কলেজ শিক্ষক প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।

১৪ জুন শুক্রবার দুপুর ১২টায় কলেজ ল্যাবে প্রশিক্ষণ শেষে শিক্ষকদের সনদপত্র প্রদান করা হয়। এর আগে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ ও প্রশিক্ষণ প্রকল্প উপস্থাপন করেন প্রশিক্ষণার্থীরা।

কলেজ অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আয়োজনে বিশ্ব ব্যাংক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রশিক্ষণে ৪৮ তম ওই ব্যাচে বাগেরহাট জেলার ৯টি কলেজের ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত প্রশিক্ষণে শিক্ষকদের আইসিটি বিষয়ে বেসিক ধারণা প্রদান ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে শ্রেণি পাঠদানের উপযোগী করে তোলা হবে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহিম। বিশেষ অতিথি ছিলেন, প্রফুল্ল চন্দ্র কলেজের উপাধ্যক্ষ ড. শিউলি রানী সুত্রধর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।

এ সময় সিইডিপিপ্রকল্পের প্রোগ্রাম অফিসার মোখলেসুর রহমান টিপু, প্রফুল্ল চন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর মো. আলিমুজ্জামানসহ প্রক্ষিককবৃন্দ উপস্থিত প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫