• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৃক্ষ হত্যার প্রতিবাদে রাজশাহীতে শোক সভা

১৫ জুন ২০২৪ দুপুর ১২:৫৩:৫০

বৃক্ষ হত্যার প্রতিবাদে রাজশাহীতে শোক সভা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদের এ মঞ্চ থেকে ভবিষ্যতে যদি আর কোন প্রকার গাছ কর্তন করা হয়, তাহলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

১৪ জুন শুক্রবার বেলা ১১টায় রাজশাহীতে সোনাদীঘির কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানের সামনের রাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়। যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন কর্মসূচির সঞ্চালনা করেন।

রাজশাহী জেলার পরিবেশবাদী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস, ভঙ্গী নৃত্য শিল্পালয় ও বারসিক যৌথভাবে নাগরিক সমাজের ব্যানারে পরিবেশ রক্ষায় এ শোক সভার আয়োজন করে।

এ সময় বক্তব্য দেন- পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমুখ।

সভায় পরিবেশবাদীরা রাজশাহীতে বৃক্ষ হত্যা বন্ধ করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, যদি রাজশাহীতে আর কোন বৃক্ষ হত্যা করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। পরিবেশকে বাঁচাতে এবং ভবিষ্যৎ সুন্দর দেশ করতে তারা বিভিন্ন অঙ্গীকার ও কর্মসূচির কথা বলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫