সিলেট প্রতিনিধি: সিলেটে এবারো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
একই সময়ে সিলেট নগরীর দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আন্জুমানে খেদমতে কোরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ, নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে শতাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available