রংপুর ব্যুরো: বিভাগীয় নগরী রংপুরে কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদুল-আজহার প্রধান জামাত উপলক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কোন ধরনের আবহাওয়া দুর্যোগপূর্ণ দেখা দিলে সরকারি মসজিদে ২ ধাপে চলবে ঈদের নামাজ।
১৬ জুন রোববার সকালে জেলা প্রশাসন ও বিভিন্ন কর্মকর্তারা ঈদের মাঠ পরিদর্শন করেন। তবে গুড়ি গুড়ি ঝর বৃষ্টির কারণে মাঠের কাজ তখনও সম্পন্ন হয়নি। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে কাজ শুরু করছেন কর্মীরা।
জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, আকাশের অবস্থা তেমন একটা ভালো না। এরমধ্যও আমরা সকল কাজ সম্পন্ন করেছি, যাতে মুসাল্লরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পরে। এরপরও যদি ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ দেখা দেয়, সেক্ষেত্রে পাশে মডেল মজিদ আছে; সেখানে নামাজ আদায় হবে।
সিটি কর্পোরেশনের কাউন্সিলর টিটু বলেন, রংপুর জেলার প্রাণ কেন্দ্র কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রতিবছর এক লক্ষের মতো মুসল্লিরা নামাজ আদায় করে থাকে। তাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।
রংপুর জেলার সবচেয়ে বড় জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠের নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল-আজহার প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েন জেলা প্রশাসন। এছাড়াও আশেপাশের বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল ৮টার মধ্য নামাজ অনুষ্ঠিত হবে।
রংপুর মুন্সিপাড়া ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামাত হবে। কেরামতি জামে মসজিদ ও মাজার শরিফে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত হবে। বৃষ্টি বা দুর্যোগ পূর্ণ আবহাওয়া থাকলে কেরামতিয়া মসজিদ ও মাজার শরিফে সকাল ৮টা ও সকাল ৯ টায় দুই ধাপে ঈদের জামাত হবে। মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন স্কুল মাঠ, গংগাচড়া উপজেলা পরিষদ ঈদগাহ, সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ, বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহ, কাউনিয়া এম এইচ স্কুল মাঠ জেলার সিটি কর্পোরেশন ৮ উপজেলা ও ৩ পৌরসভা এলাকায় ঈদুল-আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available