• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:০৭:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:০৭:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

মিয়ানমার ইস্যুতে সরকারের নিরব ভূমিকা সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

১৬ জুন ২০২৪ রাত ০৮:২৮:৪৮

মিয়ানমার ইস্যুতে সরকারের নিরব ভূমিকা সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: মিয়ানমার ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্ব লংঘন হচ্ছে, সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, আর সরকার বলছে, আমরা দেখছি। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ম্যাসেজটি দেবার জন্য তাদের (সরকার) কোনো স্ট্যাটমেন্ট পর্যন্ত নেই। তিনি সরকারের এ ভূমিকার সমালোচনা করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই। বিদেশি সাহায্যের উপরই তারা টিকে আছে। তাই তাদের পক্ষে সোচ্চার ভূমিকা আশা করা যায় না।

১৬ জুন রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল এবারের আসন্ন ঈদুল আজহা প্রশ্নে বলেন, কোরবানির পশুর হাটে মানুষের ভীড় নেই, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। কারণ এই সরকার দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে দিয়েছে। ব্যাংক ও দেশের রিজার্ভ প্রায় শূন্য। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একদম কমে গেছে। এটা কেবল বিএনপি বলছে, দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরাও এমন কথা বলে যাচ্ছেন।

এ সময় মির্জা ফয়সাল আমীন, শরিফুল ইসলাম, পয়গাম আলীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫