গবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির পশুর হাটে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন করেছে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (সিভিএ)।
১৬ জুন রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চককীর্তি পশুর হাটে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির পশুর উপস্থিত চিকিৎসা প্রদান, সুস্থ প্রাণী নির্বাচন, ওজন নির্ণয়, বয়স নির্ণয়সহ গর্ভ পরীক্ষা করা হয়।
ক্যাম্পেইন অনুষ্ঠানে সিভিএর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হাবিব আলি বলেন, 'আমরা সুস্থ কুরবানির পশু নির্বাচন করতে ক্রেতাদের সাহায্য করেছি এবং যদি কোন অসুস্থ পশু থাকে তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছি। যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হয়। চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন জেলার প্রাণি সম্পদের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
সংগঠনের প্রচার সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবারের কোরবানির ক্যাম্পেইন দেরিতে ও ছোট পরিসরে হওয়ার কারণে প্রচারণা তেমন ছিলো না। এরপরেও আমরা সকলের ভালো সাড়া পেয়েছি এবং আমাদের সেবায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেছে। পরবর্তীতে ক্যাম্পেইনসহ অন্যান্য আয়োজনগুলো আমরা আরও বৃহৎ পরিসরে করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ পড়ুয়া অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available