বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মাহাবুব হোসেন (২৭) নামের এক যুবক। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
১৫ জুন শনিবার বেলা ১১টার দিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটে। প্রেমিক মাহাবুব ওই উপজেলার নাটমরিচাই গ্রামের আবু সালেহের ছেলে ও পেশায় একজন দিনমজুর।
পুলিশ জানায়, মাহাবুবের সঙ্গে বছর চার বছর যাবৎ পাশের গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার বিকেলে ওই প্রেমিকার বাবা মাহবুবকে ফোন করে বিয়ের কথাবার্তা বলার জন্য তাদের বাসায় ডাকেন। সেখানে কথাবার্তায় বনি বনা না হলে তাদের মেয়েকে উত্যক্তের অভিযোগে মাহাবুবকে ধরিয়ে দেন থানা পুলিশের হাতে।
মাহাবুবের নামে রাতে থানায় কোনো অভিযোগ না হওয়ায় শনিবার ১৫ জুন দুপুরে স্বজনরা তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে বেলা ১১টার দিকে মাহাবুব আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে নেয়া হয়।
মাহাবুবের বাবা আবুল হোসেন বলেন, ছেলের সঙ্গে কি হয়েছে কিছু জানি না। রাতে পুলিশ আমাদের আসতে বলেছিল তবে টাকা না থাকায় ছেলেকে নিয়ে যেতে পারিনি। পুলিশ একটি ফুটেজ দেখিয়েছে সেখানে মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে এমন দেখা যায়। এখন ছেলের সুস্থতা ও ঘটনার সঠিক তদন্ত চাই।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, জাতীয় পরিসেবায় ফোন পেয়ে মাহবুবকে রাত আড়াইটার দিকে তার প্রেমিকার বাসা থেকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, সকালে তার অভিভাবকদের হাতে তাকে তুলে দেয়ার কথা ছিল।
তবে সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাতভর ভিকটিম সাপোর্ট সেন্টারে বসে থাকা মাহবুব বেলা ১১টার দিকে প্যান্টের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। ঘটনা টের পেয়ে পুলিশ সদস্যরা তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মাহবুব এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available