ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। এ ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও ৪জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৭ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সংলগ্ন কালভার্ট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সরদার শরিফুল ইসলাম।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত মোটরভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরভ্যানে থাকা যাত্রী ও মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন ।
এ সময় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূর ইসলাম ওরফে রুবেল ও জাহাঙ্গীর নামের দুইজনকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলা কুলবাড়িয়া গ্রামের মো. ইসহাক আলী শেখের পুত্র ভ্যান যাত্রী নূর ইসলাম ওরফে রুবেল শেখ ও যশোর কেশবপুর উপজেলার রামকেষ্টপুর গ্রামের আবুল কাশেমের পুত্র মোটরসাইকেল আরোহী মো. জাহাঙ্গীর।
হাইওয়ে থানা পুলিশ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available