নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ভজন রায় (৫৫) নামের এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে।
১৭ জুন সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে রাতেবেলা লাঠি দিয়ে ভজনকে পেটানো হয়৷ পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
নিহত ভজন ঐ এলাকার কৃষ্ট মোহন রায়ের ছেলে৷
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মনোরঞ্জন ও ভজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ভজনকে রাস্তায় একা পেয়ে মনোরঞ্জন এলোপাতাড়ি লাঠিপেটা করলে গুরুতর আহত হয়ে পড়ে৷ ভজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে ভজনকে মৃত ঘোষণা করেন। ভজনের মৃত্যুর সংবাদ শুনে অভিযুক্ত মনোরঞ্জন পালিয়ে যায়৷
নিহত ভজনের স্ত্রী সবিতা রাণী রায় বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগেও মনোরঞ্জন আমার স্বামীকে মারার হুমকি দিয়েছেন।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক অজিত কুমার রায় এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available