• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৩০:৪১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৩০:৪১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজারে মোটরসাইকেল ভাংচুরের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

১৯ জুন ২০২৪ বিকাল ০৪:৪৫:৪২

আড়াইহাজারে মোটরসাইকেল ভাংচুরের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজারে মোটরসাইকেল ভাংচুরের ছবি তোলার সময় রফিকুল ইসলাম রানা (৫৪) নামের এক সাংবাদিকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

১৯ জুন বুধবার সকাল ১১টায় উপজেলার ফতেহপুর  ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার থানা প্রেস ক্লাবের উপদেষ্টা।

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সাংবাদিক রফিকুল ইসলাম রানা জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেল আরোহী দক্ষিণ পাড়া গ্রামের এক মহিলাকে আহত করে। পরে মহিলা গালি দেয়। এই সময় মোটরসাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে আরও ২টি মোটরসাইকেলসহ ৩ জনে মিলে মহিলা ও তার স্বামীর উপর  হামলা করতে আসে। এক পর্যায়ে দক্ষিণ পাড়ার ৪০/৫০ জন লোক এদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে একজন পালিয়ে গেলেও  ২ জনকে আটক করে মারধর করা হয়। পরে দক্ষিণ পাড়ার লোকজন ৩টি মোটর সাইকেল ভাংচুর করতে থাকে। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি তুলতে গেলে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। আহত রানা জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে  আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন।

হামলার সময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলাকারীদের তিনি চিনতে পারেনি বলে জানান।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আসামীদের শনাক্ত করার কাজ চলছে।  

এই ঘটনায় আড়াইহাজার থানা প্রেস ক্লাবে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫