• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:৪৪:০৪ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:৪৪:০৪ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

২০ জুন ২০২৪ বিকাল ০৩:৩৪:৩৩

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে।

১৯ জুন বুধবার দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে চাচা ও চাচাতো ভাইয়েরা। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান।

তিনি বলেন, বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিলো সাইফুল আলম খা ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে সাইফুল আলম ও তার ৪ ছেলে। এসব দেখে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের স্ত্রী চিৎকার শুরু করলে তার ছেলে হাসিবুর ঠেকাতে আসে। তখন তাকেও কুপিয়ে জখম করে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা।

ওসি আরও জানান, পরে প্রতিবেশীরা আহত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করে টঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

আহত হাসিবুর রহমান মুঠোফোনে জানান, জমিতে মাটি কাটায় বাধা দেয়ায় আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন ও আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সাইফুল ও তার ছেলেরা। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।

এবিষয়ে জানতে সাইফুল আলমের বাড়িতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেপজায় চাকরির বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২২:৩৫

সেনবাগে শতাধিক স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২০:৫৯